“DONET” একটি সম্পূর্ণ অলাভজনক প্রতিষ্ঠান। যেহেতু প্রতিটি প্রজেক্টই ভলান্টিয়ার দ্বারা চালিত হয়, দানের পুরোটাই আমরা প্রতিবন্ধী, গরীব ও নিম্ন-মধ্যবিত্ত শ্রেণীর মানুষ এবং মেধাবী শিক্ষার্থীদের সাহায্যের জন্য খরচ করি. গ্রুপের কাজ এবং আর্থিক দিকটাতে স্বচ্ছতা আনার জন্য আমরা আমাদের প্রতিটি কার্যক্রম এবং খরচের তালিকা এই ওয়েবসাইট এর মাধ্যমে প্রকাশ করব। আপনার দানই পারবে অসহায় মানুষের মুখে হাসি ফিরিয়ে আনতে। আপনি দান করার জন্য “ডিজিটাল ব্যাংকিং” অথবা “ব্যাংক” ব্যবহার করতে পারেন।